প্রশ্ন
আমি মাঝে মাঝে রাতের বেলা দুঃস্বপ্ন দেখি। আমি শুনেছি, কেউ খারাপ স্বপ্ন দেখলে একটি দোয়া পড়ার কথা হাদিসে আছে। সেই দোয়াটি কী?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
কেউ যদি ঘুমের মধ্যে কোনো খারাপ স্বপ্ন দেখে তাহলে নিম্নোক্ত দোয়া পড়বে: ‘আউজুবিল্লাহি মিনাশ শায়তানি ওয়া শাররি হাজিহির রুইয়া।’ অথবা শুধু ‘আউজুবিল্লাহি মিনাশ শাইতানির রাজীম’ বলবে। এরপর বাম দিকে তিন বার থুথু নিক্ষেপ করবে।
হাদিস শরিফে এসেছে-
وَإِذَا رَأَى مَا يَكْرَهُ فَلْيَتَعَوَّذْ بِاللَّهِ مِنْ شَرِّهَا وَمِنْ شَرِّ الشَّيْطَانِ وَلْيَتْفِلْ ثَلَاثًا
আবু কাতাদাহ (রা.) থেকে বর্ণিত, নবী কারীম (সা.) বলেছেন,‘…কেউ যদি স্বপ্নে খারাপ কিছু দেখে, তা হলেসে স্বপ্ন ও শয়তানের অনিষ্ট থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করবে। এবং বাম দিকে তিনবার থুথু নিক্ষেপ করবে।’ [সহিহ বুখারি, হাদিস: ৭০৪৪]
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم