প্রশ্ন
আমার এক বন্ধু হিন্দুদের মত ধুতি পরে। আমি তাকে নিষেধ করলে সে বলে, যেকোনো পোশাক পরার অনুমতি ইসলামে রয়েছে। আমি জানতে চাচ্ছি, তার কথা কতটুকু সঠিক।
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
আপনার বন্ধুর কথা ঠিক নয়। কারণ, বিধর্মীদের পোশাক যেগুলো তাদের পরিচয় বহন করে, এমন পোশাক পরিধান করা বৈধ নয়। যেহেতু ধুতি হিন্দুদের পরিচয় বহনকারী পোশাক, তাই কোনো মুসলমানের জন্য তা পরিধান করা বৈধ হবে না।
আল্লাহ তাআলা ইরশাদ করেন,
لَقَدْ كَانَ لَكُمْ فِي رَسُولِ اللَّهِ أُسْوَةٌ حَسَنَةٌ لِمَنْ كَانَ يَرْجُو اللَّهَ وَالْيَوْمَ الْآخِرَ وَذَكَرَ اللَّهَ كَثِيرًا
‘অবশ্যই তোমাদের জন্য রাসূল (সা.)-এর মধ্যে রয়েছে উত্তম আদর্শ তাদের জন্য যারা আল্লাহ ও পরকাল প্রত্যাশা করে এবং আল্লাহকে অধিক স্মরণ করে।’ [সূরা আহযাব, আয়াত: ২১]
রাসূল (সা.) ইরশাদ করেছেন,
عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو أَنَّهُ أَتَى النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَعَلَيْهِ ثَوْبَانِ مُعَصْفَرَانِ فَغَضِبَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَقَالَ اذْهَبْ فَاطْرَحْهُمَا عَنْكَ قَالَ أَيْنَ يَا رَسُولَ اللَّهِ قَالَ فِي النَّارِ
‘আবদুল্লাহ ইবনে আমর (রা) থেকে বর্ণিত। এক সময় তিনি রাসূল (সা.)-এর নিকট দুটি কুসুম রঙের কাপড় পরিহিত অবস্থায় আগমন করলে তিনি রাগান্বিত হয়ে বলেন, ফেলে দাও। তিনি বললেন, হে আল্লাহর রাসূল (সা.)! কোথায় ফেলব? তিনি বললেন, আগুনে।’ [সুনানে নাসায়ি, হাদিস: ৫৩১৬]
অন্য হাদিসে এসেছে,
عَنْ عَبدِ اللهِ بنِ عَمرِو بنِ العَاصِ رَضِيَ اللهُ عَنْهُمَا، قَالَ: رَأَى النَّبِيُّ صلى الله عليه وسلم عَلَيَّ ثَوْبَيْنِ مُعَصْفَرَيْنِ، فَقَالَ: أُمُّكَ أمَرَتْكَ بِهَذا ؟ قُلْتُ: أَغْسِلُهُمَا ؟ قَالَ: بَلْ أَحْرِقْهُمَا وَفِي رِوَايَةٍ، فَقَالَ: إِنَّ هَذَا مِنْ ثِيَابِ الكُفَّارِ فَلاَ تَلْبَسْهَا
‘আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস (রা.) হতে বর্ণিত, তিনি বলেন, রাসূল (সা.) আমার পরনে দুটো হলুদ রঙের কাপড় দেখে বললেন, তোমার মা কি তোমাকে এ কাপড় পরিধান করতে আদেশ করেছে? আমি বললাম, আমি কি তা ধুয়ে ফেলব? তিনি বললেন, বরং তা পুড়িয়ে ফেলো। অন্য এক বর্ণনায় আছে, তিনি বললেন, এ হল কাফেরদের পোশাক। সুতরাং তুমি এ পরিধান করো না।’ [সহিহ মুসলিম, হাদিস: ৫৫৫৫]
অন্যত্র ইরশাদ হচ্ছে,
عَنِ ابْنِ عُمَرَ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: مَنْ تَشَبَّهَ بِقَوْمٍ فَهُوَ مِنْهُمْ
‘ইবনে উমার (রা.) সূত্রে বর্ণিত। তিনি বলেন, রাসূল (সা.) বলেছেন, যে যাদের সাদৃশ্য অবলম্বন করবে, সে তাদের দলভুক্ত গণ্য হবে।’ [সুনানে আবু দাউদ, হাদিস: ৪০৩১]
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم