প্রশ্ন
আমি এক ব্যক্তির কাছে শুনেছি, যে ইলম অর্জন করে তার জন্য সমুদ্রের মাছ দোয়া করে। এমন কথা কুরআন-হাদিসের কোথাও আছে কি?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
কুরআন-হাদিসে ইলম অর্জনের অনেক ফযিলত বর্ণিত হয়েছে। একটি হাদিসে ইলম অর্জনকারীর জন্য জল-স্থলের সকল প্রাণী এমন কি মাছ কর্তৃক ক্ষমা প্রার্থনা করার কথা বর্ণিত হয়েছে। হাদিসটি নিম্নরূপ:
من سلك طريقا يطلب فيه علما سلك الله به طريقا من طرق الجنة ، وإن الملائكة لتضع أجنحتها رضا لطالب العلم ، وإن العالم ليستغفر له من في السموات ومن في الارض والحيتان في جوف الماء ، وإن فضل العالم على العابد كفضل القمر ليلة البدر على سائر الكواكب ، وإن العلماء ورثة الانبياء ، وإن الانبياء لم يورثوا دينارا ولا درهما ورثوا العلم فمن أخذه أخذ بحظ وافر
‘কেউ ইলম অর্জনের পথে পা বাড়ালে আল্লাহ তার জন্য জান্নাতের পথ সহজ করে দেন। ফেরেশতারা তার প্রতি সন্তুষ্ট হয়ে তার জন্য ডানা বিছিয়ে দেয়। জল-স্থলের সকল প্রাণী –এমনকি সমুদ্রে মাছ পর্যন্ত- তার জন্য ক্ষমা প্রার্থনা করে। তারাদের মাঝে পূর্ণিমার চাদ যেমন, ইবাদতগুজারদের মাঝে একজন আলিমের মর্যাদা তেমন। আলেমগণ নবীদের উত্তরাধিকারী। নবীরা টাকা-পয়সা রেখে যাননি; রেখে গেছেন ইলম। যে ইলম অর্জন করবে সে এর ভাগ পাবে।’ [সুনানে আবু দাউদ, হাদিস: ৩৬৪১]
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم