প্রশ্ন
জমি-জমা বা ঘর-বাড়ির খাজনা ও কর পরিশোধ না করলে কোনো গুনাহ হবে কি?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
শরিয়তের বিধান মতে দেশের প্রত্যেক জনগণের জন্য রাষ্ট্রের এমন আইন কানুন, যা শরিয়ত পরিপন্থী নয়, তা মেনে চলা জরুরি। সরকারিভাবে জনগণ থেকে নেওয়া সব ধরনের টেক্স অবৈধ ও শরিয়ত পরিপন্থী নয়।
সুতরাং বৈধভাবে ধার্যকৃত টেক্স পরিশোধ না করা শরিয়তের দৃষ্টিতে নাজায়েয। জমি-জমা ও ঘরবাড়ির যেসব টেক্স সরকার কর্তৃক উসুল করা হয় তা শরিয়ত পরিপন্থী না হওয়ায় আদায় করা জরুরি ও অপরিহার্য। কেউ আদায় না করলে গুনাহগার হবে।
আদদুররুল মুখতার ৪/২৬৪, রদ্দুল মুহতার ২/৩৩৬-৩৩৭
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم