প্রশ্ন
আমরা কয়েকজন মিলে একটি ইসলামী সেবামূলক সংস্থা প্রতিষ্ঠিত করেছি। সদস্যদের জমাকৃত আমানত ও চাঁদার ৯০% নিজস্ব এবং ১০% কল্যাণ বা গোরাবা তহবিলে জমা হয়, যা দ্বারা সেবামূলক কাজ করা হয়। উক্ত সংস্থার টাকা সুদমুক্ত ঋণদান কর্মসূচি হিসেবে প্রতি হাজারের জন্য ২০ টাকা মূল্যের সংস্থায় ছাপানো ফরম ঋণগ্রহীতার নিকট বিক্রি করে উক্ত টাকা কল্যাণ তহবিলে জমা করার সিদ্ধান্ত হয়েছে। ইসলামি শরিয়তে উক্ত কর্মসূচি সঠিক কিনা?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
সমিতির কল্যাণ তহবিলের নামে ১০% টাকা জমা হওয়ার বিষয়টি সকল সদস্যের স্বেচ্ছাপ্রণোদিত ব্যাপার হলে তা নেওয়া ও সর্বসম্মতিক্রমে নির্ধারিত খাতে ব্যয় করা সহিহ হবে। এর ব্যতিক্রম হলে সহিহ হবে না।
হাদিস শরিফে এসেছে, রাসূল (সা.) বলেন, কোনো ব্যক্তির সম্পদ অন্য কারও জন্য মালিকের আন্তরিক সম্মতি ছাড়া গ্রহণ করা বৈধ হবে না। [আসসুনানুল কুবরা, হাদিস: ১১/৫৪৫]
আর অসহায় ঋণগ্রহীতার নিকট ফরম বিক্রি করে টাকা উসুল করা সমিতির প্রয়োজনীয় খরচ সমাধা পরিমাণ জায়েয হবে। এর দ্বারা ফান্ড গঠন করার পরিকল্পনা সহিহ হবে না। এরূপ কোনো পরিকল্পনা বাস্তবায়নের জন্য ফরম বিক্রি করে টাকা উসুল করা সুদেরই নামান্তর হবে।
হাদিস শরিফে এসেছে,
‘যে ঋণ ঋণদাতার জন্য কোনো সুবিধা নিয়ে আসে তা হারাম।’ [আসসুনানুল কুবরা, হাদিস: ১০৯৩৩]
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم