প্রশ্ন
আমাদের মসজিদে অনেক কুরআন মাজিদ রয়েছে। এই কুরআন মাজিদগুলো বিভিন্ন মানুষ সদকায়ে জারিয়া হিসেবে মসজিদে দান করেছিল। কিন্তু বর্তমানে অনেক কুরআন মাজিদ বিদ্যমান থাকার কারণে এগুলোর প্রয়োজন না থাকায় অনেকদিন আগে থেকেই সেগুলো তাকে উঠিয়ে রাখা হয়েছে। একদিন আমাদের পাশের এক নতুন মসজিদের সেক্রেটারি বললেন, আপনাদের মসজিদে যেহেতু অতিরিক্ত কুরআন শরিফ আছে সেহেতু আমাদের মসজিদে কিছু কুরআন শরিফ দিয়ে দেন। তাহলে মানুষ পড়বে এবং যারা এগুলো দান করেছে তারাও সওয়াব পাবে। মুফতি সাহেবের কাছে জানতে চাই, আমরা কি তাদের মসজিদে কিছু কুরআন শরিফ দিতে পারব?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
কুরআন মাজিদ তেলাওয়াতের জন্য। বুঝার জন্য। তার উপর আমল করার জন্য। তাকে উঠিয়ে রাখার জন্য না। সাধারণত মানুষ কুরআন মাজিদ মসজিদে দান করে সদকায়ে জারিয়ার জন্য। যেন তার দেওয়া কুরআন মাজিদ কেউ তেলাওয়াত করে এবং সে সওয়াবের অংশীদার হয়।
যেহেতু বর্তমানে আপনাদের মসজিদে কুরআন মাজিদ অতিরিক্ত রয়েছে এবং সেগুলো পড়াও হয় না তাই প্রশ্নোক্ত অবস্থায় মসজিদের অতিরিক্ত কুরআন মাজিদ ভিন্ন মসজিদে দেয়া যাবে। যেন সেখানকার মানুষ তেলাওয়াত করে এবং দাতা সওয়াবের অংশীদার হয়।
দুররুল হাকাম ২/১৩৬, ফাতহুল কাদীর ৬/২৩৭, জামিউর রুমুয ১/২৯৪
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم