প্রশ্ন
সরকারিভাবে জনগণ থেকে যে টেক্স নেওয়া হয় তা আদায় না করার কোনো পলিসি গ্রহণ করলে শরিয়তে কোনো সমস্যা আছে কি?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
রাষ্ট্রের পক্ষ থেকে জনগণের উপর যে কর ধার্য করা হয় তা সাধারণত দুই প্রকার। প্রথমত- যা জনগণের উপর ন্যায়সঙ্গত ভাবে আরোপ করা হয়। এ জাতীয় ট্যাক্স ইসলামে সমর্থিত। যেমন- পানি, বিদ্যুৎ, গ্যাস ইত্যাদি ব্যবস্থাপনা পরিচালনার জন্য।
এ ধরনের টেক্স জনগণের স্বার্থে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে আরোপ করা হয় এবং দেশের অন্যান্য স্থানে স্থানীয় প্রশাসন সরকারি নীতিমালা অনুযায়ী আরোপ করে থাকে। জনগণের দেওয়া একরের সুফলও তারাই ভোগ করে। ইসলামি আইন বিষারদগণ এজাতীয় টেক্স বা কর আদায় করাকে ওয়াজিব কর্তব্য বলে সাব্যস্ত করেছেন।
আর দ্বিতীয় প্রকারের কর, যা রাষ্ট্রের পক্ষ থেকে জনগণের আয়-উপার্জনের উপর অতিমাত্রায় অন্যায় ভাবে চাপিয়ে দেওয়া হয়। অনেক ক্ষেত্রে এ করের পরিমাণ ঘামঝরা কষ্টার্জিত উপার্জনের ৫০% নির্ধারণ করে সরকার জবরদস্তি ভাবে আদায় করে। এমতাবস্থায় সরকারের এই জুলুম থেকে বাঁচার জন্য যে কোনো অন্যায় বা গোনাহের পথ পরিহার করে বৈধভাবে কর কমানোর পলিসি গ্রহণ করা অবৈধ হবে না।
রদ্দুল মুহতার ২/৩৩৬-৩৩৭, জাদীদ ফিকহী মাসায়েল ১/২৫৩
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم