প্রশ্ন
মাল্টিলেভেল মার্কেটিং কী কী কারণে হারাম?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
মাল্টিলেভেল বা নেটওয়ার্ক পদ্ধতির বিজনেস হারাম বা নাজায়েয হওয়ার বিভিন্ন কারণ রয়েছে। যেমন :
ক. একটি চুক্তির সাথে আরেকটি চুক্তির শর্ত যুক্ত করা।
খ. গারার বা ধোঁকা বিদ্যমান থাকা।
গ. সুদের প্রবল সন্দেহ ও সাদৃশ্য বিদ্যমান থাকা।
ঘ. শ্রমবিহীন বিনিময় বা বিনিময়হীন শ্রম ইত্যাদি।
ঙ. আকলু মালিল গায়র বিলবাতিল (বাতিল পন্থায় অন্যের সম্পদ গ্রহণ)।
উল্লেখ্য, এ ব্যাপারে কোরআন-হাদিসের বিস্তারিত দলিল জানতে চাইলে নিম্নোক্ত লিংকে দেখতে পারেন।
https://www.alkawsar.com/bn/article/520/
https://www.alkawsar.com/bn/article/544/
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم