প্রশ্ন
বর্তমান সমাজে অনেক মহিলাই সৌন্দের্যের জন্য ভ্রূ প্লাক করে। এতে কোনো সমস্যা আছে কি?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
রূপ-সৌন্দর্যের প্রতি আকর্ষণ এবং নিজেকে প্রকাশ করার মানসিকতা মানুষের স্বভাবজাত। তাই ইসলাম মানুষের এই স্বভাবজাত মানসিকতাকে যথেষ্ট গুরুত্ব দিয়েছে। তবে এর সাথে সাথে বাড়াবাড়ি এবং কৃত্রিমতাকেও নিষেধ করেছে। ভ্রূ প্লাক করা বা কৃত্রিমভাবে ভ্রূ প্লাকে চিকন করা এই বাড়াবাড়িরই অন্তর্ভুক্ত। তাই এটি জায়েয নয়। হাদীস শরীফে এ ব্যাপারে লানত এসেছে।
عَنْ عَبْدِ اللهِ قَالَ لَعَنَ اللهُ الْوَاشِمَاتِ وَالْمُوْتَشِمَاتِ وَالْمُتَنَمِّصَاتِ وَالْمُتَفَلِّجَاتِ لِلْحُسْنِ الْمُغَيِّرَاتِ خَلْقَ اللهِ فَبَلَغَ ذَلِكَ امْرَأَةً مِنْ بَنِيْ أَسَدٍ يُقَالُ لَهَا أُمُّ يَعْقُوْبَ فَجَاءَتْ فَقَالَتْ إِنَّهُ بَلَغَنِيْ عَنْكَ أَنَّكَ لَعَنْتَ كَيْتَ وَكَيْتَ فَقَالَ وَمَا لِيْ أَلْعَنُ مَنْ لَعَنَ رَسُوْلُ اللهِ صلى الله عليه وسلم وَمَنْ هُوَ فِيْ كِتَابِ اللهِ فَقَالَتْ لَقَدْ قَرَأْتُ مَا بَيْنَ اللَّوْحَيْنِ فَمَا وَجَدْتُ فِيْهِ مَا تَقُوْلُ قَالَ لَئِنْ كُنْتِ قَرَأْتِيْهِ لَقَدْ وَجَدْتِيْهِ أَمَا قَرَأْتِ (وَمَآ اٰتَاكُمُ الرَّسُوْلُ فَخُذُوْهُ ج وَمَا نَهٰكُمْ عَنْهُ فَانْتَهُوْا ج) قَالَتْ بَلَى قَالَ فَإِنَّهُ قَدْ نَهَى عَنْهُ قَالَتْ فَإِنِّيْ أَرَى أَهْلَكَ يَفْعَلُوْنَهُ قَالَ فَاذْهَبِيْ فَانْظُرِيْ فَذَهَبَتْ فَنَظَرَتْ فَلَمْ تَرَ مِنْ حَاجَتِهَا شَيْئًا فَقَالَ لَوْ كَانَتْ كَذَلِكَ مَا جَامَعْتُهَا
‘আবদুল্লাহ (রা.) হতে বর্ণিত। তিনি বলেন, ‘আল্লাহ্ লা’নাত করেছেন ঐ সমস্ত নারীর প্রতি যারা অন্যের শরীরে উল্কি অংকণ করে, নিজ শরীরে উল্কি অংকণ করায়, যারা সৌন্দর্যের জন্য ভ্রূ-চুল উপড়িয়ে ফেলে ও দাঁতের মাঝে ফাঁক সৃষ্টি করে। সে সব নারী আল্লাহর সৃষ্টিতে বিকৃতি আনয়ন করে।
এরপর বানী আসাদ গোত্রের উম্মু ইয়াকূব নামের এক মহিলার কাছে এ সংবাদ পৌঁছলে সে এসে বলল, আমি জানতে পারলাম, আপনি এ ধরনের মহিলাদের প্রতি লানত করেছেন। তিনি বললেন, আল্লাহর রাসূল (সা.) যার প্রতি লানত করেছেন, আল্লাহর কিতাবে যার প্রতি লানত করা হয়েছে, আমি তার প্রতি লানত করব না কেন? তখন মহিলা বলল, আমি দুই ফলকের মাঝে যা আছে (পূর্ণ কুরআন) তা পড়েছি। কিন্তু আপনি যা বলেছেন, তা তো এতে পাইনি। আবদুল্লাহ বললেন, যদি তুমি কুরআন পড়তে তাহলে অবশ্যই তা পেতে, তুমি কি এই আয়াত পড়নি যে, ‘‘রাসূল (সা.) তোমাদেরকে যা দেন তা তোমরা গ্রহণ কর এবং যা থেকে তোমাদেরকে নিষেধ করেন তা হতে বিরত থাক’’। মহিলাটি বলল, হাঁ নিশ্চয়ই পড়েছি। আবদুল্লাহ্ (রা.) বললেন, রাসূল (সা.) এ কাজ করতে নিষেধ করেছেন। তখন মহিলা বলল, আমার মনে হয় আপনার পরিবারও এ কাজ করে। তিনি বললেন, তুমি যাও এবং ভালমত দেখে এস। এরপর মহিলা গেল এবং ভালভাবে দেখে এল। কিন্তু তার দেখার কিছুই দেখতে পেল না। তখন আবদুল্লাহ্ (রা.) বললেন, যদি আমার স্ত্রী এমন করত, তবে সে আমার সঙ্গে একত্র থাকতে পারত না।’ [সহিহ বুখারি, হাদিস: ৪৮৮৬]
আর ভ্রূ প্লাক করা মূলত আল্লাহর সৃষ্টিকে পরিবর্তন করার নামান্তর, যা হারাম।
তবে কারো ভ্রূ যদি এত বেশি লম্বা বা মোটা হয়, যার কারণে তাকে বিশ্রি দেখা যায় তাহলে স্বাভাবিক ভ্রূর মতো চিকন এবং ছোট করা জায়েয।
তাকমিলাতু ফাতহিল মুলহিম ৪/১৯৫
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم