প্রশ্ন
সুদী ব্যাংকে চাকরি করে এমন ব্যক্তি যদি কোনো চিকিৎসকের কাছ থেকে ফি পরিশোধ করে প্রেসক্রিপশন নেয় তাহলে উক্ত ফি এর টাকা ব্যবহার করা কি উক্ত চিকিৎসকের জন্য হালাল হবে? যদি না হয় তাহলে করণীয় কী?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
সুদী ব্যাংকের প্রাতিষ্ঠানিক কাজে যে কোনো পদে চাকরিজীবী ব্যক্তির বেতন শরয়ি বিধান মতো সম্পূর্ণ হারাম ও অবৈধ। সুতরাং চিকিৎসার জন্য জেনে শুনে এমন ব্যক্তিকে প্রেসক্রিপশন দিয়ে ফি বাবদ টাকা নিয়ে তা ব্যবহার করা হালাল হবে না। বরং এই টাকা কোনো গরীব মিসকীনকে সওয়াবের নিয়তে করে দিতে হবে।
আর যদি চাকরিজীবী নিজ বেতনের টাকা না দিয়ে বরং কারো থেকে ঋণ নিয়ে ফি পরিশোধ করে তাহলে উক্ত টাকা ব্যবহার করা হালাল হবে।
উল্লেখ্য ডাক্তার বা অন্যদের জন্য এটা যাচাই করা জরুরী নয় যে, ফি পরিশোধকারীর ইনকাম সোর্স কী? বরং মুসলমানদের ব্যাপারে ভালো ধারণা রাখবে।
তবে সুনির্দিষ্টভাবে কারো ইনকাম হারাম হওয়ার ব্যাপারে জানা থাকলে ভিন্ন কথা।
ফাতাওয়া তাতারখানিয়া ১৮/১৭৫, ফাতাওয়া আলমগীরী ৫/৩৯৭, ফিকহুল বুয়ূ ২/১০৬০, ফাতাওয়া উসমানী ৩/৩৯৫
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم