প্রশ্ন
কেউ যদি বদলি হজ করে তাহলে সে হজে গিয়ে যে কোরবানি দিবে সেটা কার নামে দিবে?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
বদলি হজ্ব আদায়কারী যদি হজে ইফরাদ করে তাহলে তো সে ক্ষেত্রে কোরবানিই করতে হবে না। তবে যদি যার পক্ষ থেকে হজ করেছে তার অনুমতি সাপেক্ষে হজ্জে তামাত্তু বা কিরান করে তখন শুকরিয়া হিসেবে যে কোরবানি ওয়াজিব হয় তা বদলি হজ আদায়কারী নিজের নামে করবে। কেননা এ কোরবানি সরেজমিনে হজের কার্যক্রম আদায়কারীর সাথেই সম্পৃক্ত। তবে এ কোরবানির সওয়াব প্রেরণকারীও পাবে।
উল্লেখ্য, বদলি হজের ক্ষেত্রে উত্তম হলো, মিকাতি হজ অর্থাৎ এমন হজ করা যা মীকাত থেকে আরম্ভ করা হয়। আর তা হলো হজে ইফরাদ।
বাদায়েউস সানায়ে ৫/৬৮; ফাতাওয়া আলমগীরী ৫/২৯৪; ফাতাওয়া শামী ২/৬১০; ফাতাওয়া তাতারখানিয়া ৩/৬৫১, গুনিয়াতুন নাসিক; পৃ. ৩৪৫; কিতাবুন নাওয়াজিল ৭/৬০৪
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم