প্রশ্ন
রাসূল (সা.) এর ছায়া ছিল কি? কেউ কেউ বলে রাসূল (সা.) এর ছায়া ছিল না। তাদের কথা কি সঠিক?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
রাসূল (সা.) এর ছায়া ছিল না -এটি একটি ভ্রান্ত ও মনগড়া কথা এবং অতিরঞ্জিত কথাবার্তা। কুরআন হাদিসের কোথাও এ ব্যাপারে দলিল নেই।
আর রাসূল (সা.) বলেন,
لاْ تُطْرُونِيْ كَمَا أُطرِيَ عِيْسَى ابْنُ مَرْيَمَ ، وَقُولُوْا عَبدُ اللهِ وَرَسُولُه
‘তোমরা আমার অতিরঞ্জিত প্রশংসা কর না যেমনটি ঈসা ইবনে মারয়ামের ক্ষেত্রে করা হয়েছে। বরং তোমরা বল, আল্লাহর বান্দা ও রাসূল।’ [সহিহ বুখারি, হাদিস: ৬৮৩০]
বরং কুরআন-হাদিসের আলোকে সুস্পষ্টভাবে প্রমাণিত যে, রাসূল (সা.) আমাদের মতোই মানুষ ছিলেন এবং আমাদের মতোই তার ছায়া ছিল।
আল্লাহ তাআলা কুরআন মাজিদে বলেন,
‘আপনি বলুন, আমি তো তোমাদের মতোই একজন মানুষ।’ [সূরা কাহফ, আয়াত: ১১০]
তাই সাধারণ মানুষদের যেমন ছায়া ছিল তেমনি তারও ছায়া ছিল। যদি তার ছায়া না থাকত তাহলে সাহাবায়ে কেরাম এবং আম্মাজানদের সূত্রে অবশ্যই তা বর্ণিত হত। [মুসনাদে আহমদ ৭/১৯০, মুসতাদরাকে হাকেম ৪/৪৫৬]
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم