প্রশ্ন
আমার বন্ধু ভুল করে অজু ছাড়া জোহরের নামাজ পড়ে ফেলেছে। পরবর্তীতে তার অজু না থাকার কথা মনে পড়ে। জানতে চাই, আমার বন্ধুর জোহরের নামাজ আদায় হয়েছে কি?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
নামাজের জন্য অজু শর্ত। কেউ যদি ভুলক্রমেও এই শর্ত বাদ দেয় তবুও তার নামাজ গ্রহণযোগ্য হবে না।
হাদিস শরিফে এসেছে,
عن جابر بن عبد الله رضي الله عنهما قال : قال رسول الله صلى الله عليه و سلم: مفتاح الجنة الصلاة و مفتاح الصلاة الوضوء
‘জান্নাতের চাবি হলো নামাজ। আর নামাজের চাবি হলো অজু।’ [সুনানে তিরমিযি, হাদিস: ৪]
অপর হাদিসে এসেছে, রাসূল (সা.) বলেন,
عن ابن عمر عن النبي صلى الله عليه و سلم قال: لا تقبل صلاة بغير طهور
‘পবিত্রতা ছাড়া কোনো নামাজ গ্রহণ করা হবে না।’ [সুনানে তিরমিযি, হাদিস: ১]
তাই আপনার বন্ধুর জোহরের নামাজ আদায় হয়নি। পুনরায় তা পড়ে নিতে হবে।
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم