প্রশ্ন
আমি একজন ক্ষুদ্র ব্যবসায়ী। কিন্তু আমার এ ব্যবসা আমার পরিবারের জন্য যথেষ্ট হচ্ছে না। তাই আমি চাচ্ছি, কোনো ইসলামী ব্যাংক থেকে লোন নিয়ে কিছুটা বড় পরিসরে ব্যবসা করব। আস্তে আস্তে তাদেরকে লোন পরিশোধ করে দিব। আমার এ কাজ কি জায়েয হবে?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
আমাদের দেশের প্রচলিত ইসলামী ব্যাংকগুলোর অধিকাংশ শরিয়ত মোতাবেক পরিচালিত হওয়ার দাবি করে আসছে। তারা তাদের তদারকির জন্য উলামায়ে কেরামের পরামর্শও নিয়ে থাকে।
তাই তাদের দাবি বাস্তবসম্মত হলে এবং তাদের দাবির বিপরীত কোনো কিছু পাওয়া না গেলে তাদের থেকে লোন নেওয়ার অবকাশ আছে। তবে কোনো অবস্থাতেই সুদের ওপর লোন নেওয়া যাবে না।
সন্দেহ হলে তাদের সাথে লেনদেন করা থেকে বিরত থাকাই সতর্কতার দাবি।
উমর (রা.) বলেন,
فدعوا الربا والريبة
‘তোমরা সুদ এবং সন্দেহযুক্ত বিষয় উভয়টাই ত্যাগ কর।’ [সুনানে ইবনে মাজাহ, হাদিস: ২২৭৬]
তাই ব্যক্তিগত মূলধন দিয়ে ছোট পরিসরে ব্যবসা করাই নিরাপদ।
সূরা বাকারা-২৭৫; ফাতহুল কদির-১৪৭
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم