প্রশ্ন
আমাদের একটি সংগঠন রয়েছে। যার বিভিন্ন ফান্ডের মধ্যে দুইটি ফান্ড হলো, কল্যাণ ফান্ড ও বিনিয়োগ ফান্ড। কল্যাণ ফান্ডে যাকাত, দান, সদকা ইত্যাদির টাকাও সংগ্রহ করা হয় ও গরিবদের মাঝে বিতরণ করা হয়। আমাদের কল্যাণ ফান্ডে বেশ কিছু টাকা জমা আছে। এখন প্রশ্ন হলো, কল্যাণ ফান্ডের টাকা যার মধ্যে যাকাতের টাকাও আছে তা দিয়ে ব্যবসা বা বিনিয়োগ করে তা বৃদ্ধি করা যাবে কি?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
যাকাতের টাকা আটকে না রেখে যতদ্রুত সম্ভব খাতসমূহে তার ব্যয় করা জরুরি। তবে যদি ঝুকিমুক্ত বৈধ ব্যবসা হয়, যার মধ্যে লাভ হওয়াটা মোটামুটি নিশ্চিত তাহলে যাকাত ফান্ডের অতিরিক্ত টাকা এমন ব্যবসায় বিনিয়োগ করা যাবে।
এতদ্বসত্ত্বেও যদি লোকসান হয়, তাহলে লগ্নিকারী ব্যক্তিদের তার ক্ষতিপূরণ দিতে হবে।
আদদুররুল মুখতার ২/৩৪৪; মাউসুআ ২৩/৩২৮; ফাতাওয়া দারুল উলুম ৬/১৯৫
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم