প্রশ্ন
আমার বড় ভাই আমার মেয়ের জামাইকে এ অপবাদ দিয়েছে যে, সে আমার স্ত্রীর সাথে অপকর্ম করেছে। অথচ এর কোনো প্রমাণ নেই। এ ঘটনার ওপর ভিত্তি করে গ্রামের লোকজন আমার সঙ্গে উঠা বসা ও লেনদেন ছেড়ে দিয়েছে। এ বিষয়ে শরীয়তের সমাধান জানিয়ে বাধিত করবেন।
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
ইসলামী বিধানমতে সুস্পষ্ট প্রমাণ ছাড়া কারো বিরুদ্ধে অপকর্মের অপবাদ দেয়া মারাত্মক অন্যায় কাজ ও কবীরা গুনাহ। কোরআন-হাদিসে অপবাদ রটনাকারীদের বিরুদ্ধে কঠোর শাস্তির কথা এসেছে।
কুরআন মাজিদে আল্লাহ তাআলা বলেন,
وَالَّذِينَ يَرْمُونَ الْمُحْصَنَاتِ ثُمَّ لَمْ يَأْتُوا بِأَرْبَعَةِ شُهَدَاءَ فَاجْلِدُوهُمْ ثَمَانِينَ جَلْدَةً وَلَا تَقْبَلُوا لَهُمْ شَهَادَةً أَبَدًا وَأُولَئِكَ هُمُ الْفَاسِقُونَ
‘যারা সতী সাধ্বী নারীর উপর অপবাদ দেয়, অতঃপর চারজন সাক্ষী উপস্থিত না করে, তাদেরকে আশিটি বেত্রাঘাত কর, আর তাদের সাক্ষ্য কক্ষনো গ্রহণ কর না, এরাই না-ফরমান।’ [সূরা নূর, আয়াত: ৪]
অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন,
إِنَّ الَّذِينَ يَرْمُونَ الْمُحْصَنَاتِ الْغَافِلَاتِ الْمُؤْمِنَاتِ لُعِنُوا فِي الدُّنْيَا وَالْآخِرَةِ وَلَهُمْ عَذَابٌ عَظِيمٌ
‘যারা সতী-সাধ্বী, সহজ-সরল ঈমানদার নারীর প্রতি অপবাদ আরোপ করে, তারা দুনিয়া ও আখিরাতে অভিশপ্ত আর তাদের জন্য আছে গুরুতর শাস্তি ।’ [সূরা নূর, আয়াত: ২৩]
অতএব অপরাধের সুস্পষ্ট প্রমাণ ছাড়া সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা-বার্তা, উঠা-বসা ও লেনদেন বন্ধ করা মারাত্মক অন্যায় কাজ।
সুতরাং যারা আল্লাহ ও তাঁর রাসূল (সা.)-কে বিশ্বাস করে তারা যেন কারো অপবাদ রটনা করে না বেড়ায় এবং সমাজে কারো হেয় প্রতিপন্ন করার জন্য তার সঙ্গে কথা-বার্তা, উঠাবসা ও লেনদেন বন্ধ না করে।
ফাতাওয়া আলমগীরী ২/১৬০
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم