প্রশ্ন
আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, সূরা মূলক তেলাওয়াত করলে কী ফযিলত লাভ করা যায়?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
সূরা মূলক কুরআনের বিশেষ একটি সূরা। এ সূরার বিশেষ ফযিলত রয়েছে। হাদিস শরিফে এসেছে, রাসূল (সা.) বলেন,
عن أبي هريرة عن النبي صلى الله عليه و سلم قال إن سورة من القرآن ثلاثون آية شفعت لرجل حتى غفر له وهي سورة تبارك الذي بيده الملك
هذا حديث حسن حسن
‘কুরআনের একটি সূরা রয়েছে, যা ত্রিশ আয়াত বিশিষ্ট। তা কেয়ামতের দিন পাঠকারীর জন্য সুপারিশ করবে। এবং এর কারণে তাকে ক্ষমা করে দেওয়া হবে। আর তা হলো সূরা মূলক।’ [সুনানে তিরমিযি, হাদিস: ২৮৯১]
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم