প্রশ্ন
আমার প্রশ্ন হলো জিনদের মধ্যে কি কোনো সাহাবী আছে?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
হ্যাঁ, জিনদের মধ্যেও সাহাবী রয়েছে। কারণ সাহাবী বলা হয় যিনি ঈমানের সাথে রাসূল (সা.) এর সাক্ষাৎ লাভ করেছেন এবং ঈমানের সাথে মৃত্যুবরণ করেছেন।
আর রাসূল (সা.) জিনদের নিকটও প্রেরিত হয়েছেন। তাদের মধ্যেও ভালো খারাপ রয়েছে। তদ্রূপ তাদের মধ্যে সাহাবীও আছে। কারণ কিছু কিছু জিন ঈমানের সাথে রাসূল (সা.) এর সাথে সাক্ষাৎ করেছে এবং ঈমানের সাথেই মৃত্যুবরণ করেছে।
কুরআন মাজিদে আল্লাহ তাআলা বলেন
‘বল, ‘আমার প্রতি ওহী করা হয়েছে যে, নিশ্চয় জিনদের একটি দল মনোযোগ সহকারে শুনেছে। অতঃপর বলেছে, ‘আমরা তো এক বিস্ময়কর কুরআন শুনেছি, যা সত্যের দিকে হিদায়াত করে; অতঃপর আমরা তাতে ঈমান এনেছি। আর আমরা কখনো আমাদের রবের সাথে কাউকে শরীক করব না।’ [ সূরা জিন, আয়াত: ১-২]
অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন,
‘আর স্মরণ কর, যখন আমি জিনদের একটি দলকে তোমার কাছে ফিরিয়ে দিয়েছিলাম। তারা কুরআন পাঠ শুনছিল। যখন তারা তার কাছে উপস্থিত হলো, তখন তারা বলল, ‘চুপ করে শোন। তারপর যখন পাঠ শেষ হল তখন তারা তাদের কওমের কাছে সতর্ককারী হিসেবে ফিরে গেল। তারা বলল, ‘হে আমাদের কওম, আমরা তো এক কিতাবের বাণী শুনেছি, যা মূসার পরে নাযিল করা হয়েছে। যা পূর্ববর্তী কিতাবকে সত্যায়ন করে আর সত্য ও সরল পথের প্রতি হিদায়াত করে’।’ সূরা আহকাফ, আয়াত: ২৯-৩০]
হাফেজ ইবনে হাজার (রহ.) বলেন,
أما الجن فالراجح دخولهم ؛ لأن النبي صلى الله عليه وسلم بعث إليهم قطعا , وهم مكلفون , فيهم العصاة والطائعون , فمن عرف اسمه منهم لا ينبغي التردد في ذكره في الصحابة ” انتهى من ” فتح الباري
‘অগ্রগণ্য মত হলো জিনদের মধ্যেও সাহাবী রয়েছে। কারণ নবী (সা.) তাদের নিকটও প্রেরিত হয়েছেন। তারও শরিয়তের মুকাল্লাফ। তাদের মধ্যেও ভালো-খারাপ রয়েছে। তাদের মধ্যে যাদের নাম জানা যাবে তার সাহাবী হওয়ার ব্যাপারে কোনো সন্দেহ করা উচিৎ নয়।’
ফাতহুল বারী ৪/৭; আলমুহাল্লা ৪/৯
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم