প্রশ্ন
রাসূল (সা.) এর কতজন সন্তান ছিলেন?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
রাসূল (সা.) এর মোট সাত জন সন্তান-সন্তুতি ছিলেন।
এদের মধ্যে ছেলে ছিলেন তিন জন এবং মেয়ে ছিলেন চার জন।
ছেলে তিন জন হলো:
১। কাসেম (রা.)।
তিনি নবুওয়াতের পূর্বেই জন্মগ্রহণ করেছেন। তার নাম হিসেবেই রাসূল (সা.) এর উপনাম আবুল কাসেম বলা হয়। সন্তানদের মধ্যে তিনিই সর্বপ্রথম ইন্তেকাল করেন।
২। আবদুল্লাহ (রা.)।
তার উপাধি ছিল তায়্যিব ও তাহির। বিশুদ্ধ মতে তিনি নবুওয়াতের পরে জন্মগ্রহণ করেন। তিনি শৈশবেই মক্কা মুকাররমায় ইন্তেকাল করেন।
৩। ইবরাহীম (রা.)।
তিনি অষ্টম হিজরির জিলহজ্ব মাসে জন্মগ্রহণ করেন। তার মৃত্যুর দিন সূর্যগ্রহণ হয়েছিল। তাই সাহাবায়ে কেরাম মনে করেছিলেন, তার মৃত্যুর কারণে সূর্যগ্রহণ হয়েছে। ফলে রাসূল (সা.) তাদের এই ভুল ধারণ দূর করে বলে দেন যে, চন্দ্রগ্রহণ এবং সূর্যগ্রহণ আল্লাহর নিদর্শনের অন্তর্ভুক্ত। কারও মৃত্যুতে এগুলোর গ্রহণ হয় না।
মেয়ে চার জন হলেন:
৪। যায়নাব (রা.)।
তিনি রাসূল (সা.) এর বড় মেয়ে ছিলেন। রাসূল (সা.) এর বয়স যখন ত্রিশ বছর তখন তিনি জন্মগ্রহণ করেন। এবং নবুওয়াতের অষ্টম বছর ইন্তেকাল করেন।
৫। রুকাইয়া (রা.)।
রাসূল (সা.) এর বয়স যখন তেত্রিশ তখন তিনি জন্মগ্রহণ করেন। তিনি দ্বিতীয় হিজরিতে ইন্তেকাল করেন।
৬। উম্মে কুলসুম (রা.)।
তিনি নবুওয়াতের ছয় বছর পূর্বে জন্মগ্রহণ করেন। এবং নবম হিজরিতে ইন্তেকাল করেন।
৭। ফাতেমা (রা.)।
কারও কারও মতে তিনি নবুওয়াতের প্রথম বছর জন্মগ্রহণ করেন। আর কারও কারও মতে তিনি নবুওয়াতের পাঁচ বছর পূর্বে জন্মগ্রহণ করেন। দ্বিতীয় হিজরিতে তিনি আলী (রা.) এর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। রাসূল (সা.) তাকে জান্নাতী রমণীদের সর্দার হিসেবে ঘোষণা করেন। রাসূল (সা.) এর ওফাতের ছয় মাস পর তিনি ইন্তেকাল করেন।
এদের মধ্যে ইবরাহীম ছাড়া বাকি সবাই খাদিজা (রা.) এর গর্ভে জন্মগ্রহণ করেছেন।
উসদুল গাবাহ ৭/১২৬; আল ইসাবাহ ৮/৪৬০-৪৬১
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم