প্রশ্ন
ফেরেশতারা কি নারী না পুরুষ?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
ফেরেশতারা আল্লাহ তাআলার বিশেষ সৃষ্টি। তারা পুরুষও নয়, নারীও নয়।
আল্লাহ তাআলা কুরআন মাজিদে বলেন,
أَفَأَصْفَاكُمْ رَبُّكُمْ بِالْبَنِينَ وَاتَّخَذَ مِنَ الْمَلَائِكَةِ إِنَاثًا إِنَّكُمْ لَتَقُولُونَ قَوْلًا عَظِيمًا
‘তোমাদের রব কি তোমাদের জন্য পুত্রসন্তান নির্বাচিত করেছেন এবং তিনি কি ফেরেশতাদের কন্যারূপে গ্রহণ করেছেন? তোমরা তো ভয়ানক কথা উচ্চারণ করে থাকো।’ [সূরা: বনী ইসরাঈল, আয়াত : ৪০]
عن سعيد بن المسيب قال الملائكة ليسوا ذكورا ولا إناثا ولا يأكلون ولا يشربون ولا يتناكحون ولا يتوالدون
বিশিষ্ট তাবেয়ী সাইদ ইবনুল মুসাইয়িব (রহ.) বলেন, ‘ফেরেশতারা, পুরুষও নয়, নারীও নয়। তারা পানাহার করে না। তারা বিবাহ-শাদী করে না। তার সন্তান জন্ম দেয় না।’ [ফাতহুল বারী ৬/৩০৬]
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم