প্রশ্ন
জান্নাত এবং জাহান্নাম কি বর্তমানে বিদ্যমান আছে না পরবর্তীতে সৃষ্টি করা হবে?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
জান্নাত এবং জাহান্নাম বর্তমানে বিদ্যমান আছে। এ ব্যাপারে উলামায়ে কেরাম একমত।
ইমাম তহাবী (রহ.) তার ‘আকিদাতুত তহাবী’ নামক গ্রন্থে আহলুস ওয়াল জামাআহর আকিদা হিসেবে উল্লেখ করেন, ‘আল্লাহ তাআলা মাখলুক সৃষ্টির পূর্বেই জান্নাত এবং জাহান্নাম সৃষ্টি করে রেখেছেন।’ [আকীদাতু-তহাবী, পৃ. ১২]
হাদিস শরিফে এসেছে, মেরাজের ঘটনা প্রসঙ্গে রাসূল (সা.) বলেন-
ثم انطلق بي جبريل حتى انتهى بي إلى سدرة المنتهى، فغشيها ألوانٌ لا أدري ما هي، قال: ثم دخلت الجنة، فإذا فيها جنابذ اللؤلؤ، وإذا ترابها المسك
‘তারপর জিবরীল (আ.) আমাকে নিয়ে চলতে থাকে। সিদরাতুল মুনতাহা পর্যন্ত পৌঁছলে তাকে কতক রঙ এসে ঢেকে ফেলে। আমি বুঝতে পারিনি এটি কী? তিনি বলেন, ‘তারপর আমি জান্নাতে প্রবেশ করলাম’। জান্নাতকে আমি দেখতে পেলাম, মণি-মুক্তার গম্বুজ। আরও দেখতে পেলাম, জান্নাতের মাটি হল, মিশক।’ [সহিহ বুখারি, হাদিস: ৩৪৯]
অন্য হাদিসে এসেছে,
عن أبي هريرة رضي الله عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم : لـَمّا خلق الله الجنة والنار أرسل جبرائيل إلى الجنة، فقال: انظر إليها، وإلى ما أعددت لأهلها فيها، فجاء فنظر إليها، وإلى ما أعد الله لأهلها فيها… ثم قال: اذهب إلى النار فانظر إليها، وإلى ما أعددت لأهلها فيها، فنظر إليها فإذا هي يركب بعضها بعضاً
আবু হুরায়রা (রা.) হতে বর্ণিত, রাসূলুল্লাহ (সা.) বলেন, ‘আল্লাহ রাব্বুল আলামীন জান্নাত ও জাহান্নাম সৃষ্টি করার পর জিবরীল আলাইহিস সালামকে জান্নাতে পাঠান এবং বলেন, তুমি জান্নাতের দিকে তাকাও এবং দেখ, আমি জান্নাতে জান্নাতিদের জন্য কী কী প্রস্তুত করে রেখেছি। তারপর সে জান্নাতে প্রবেশ করে এবং আল্লাহ তাআলা জান্নাতিদের জন্য কী কী তৈরি করে রেখেছেন তা দেখেন। তারপর আল্লাহ তাআলা ইরশাদ করেন, তুমি এখন জাহান্নামে প্রবেশ কর, তারপর সে জাহান্নামে প্রবেশ করল, আল্লাহ বললেন, দেখ, আমি জাহান্নামীদের জন্য কী কী তৈরি করে রেখেছি। তারপর সে জাহান্নামের দিকে তাকিয়ে দেখে জাহান্নামের এক অংশ অপর অংশের উপর উথলে পড়ছে।’ [জামে তিরমিযি, হাদিস: ২৫৬০]
এ সকল হাদিস থেকে বুঝা যায়, জান্নাত-জাহান্নাম আল্লাহ তাআলা পূর্বেই সৃষ্টি করে রেখেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে জাহান্নাম থেকে হেফাজত করুন এবং জান্নাতে প্রবেশ করার তাওফিক দান করুন।
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم