প্রশ্ন
দাবা খেলার ব্যাপারে শরীয়তের বিধান কী?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
দাবা খেলার সাথে যদি জুয়াও যুক্ত থাকে তাহলে তা সর্বসম্মতিক্রমে নাজায়েয। আর যদি জুয়ার সংমিশ্রণ না থাকে তাহলেও অধিকাংশ ফকীহ এটাকে নাজায়েয ও গুনাহের কাজ হিসেবে উল্লেখ করেছেন।
কারণ, যারা দাবা খেলায় আগ্রহী এবং মনোযোগী তারা বাস্তব জগতের প্রতি একেবারেই উদাসীন হয়ে পড়ে। আর এ জাতীয় খেলা মানুষের ভেতর এমনভাবে মিশে যায় যে, খেলোয়াড় সময়ের প্রতি এবং নামাজসহ অন্যান্য ইবাদতের প্রতি কোনো রূপ লক্ষ করে না।
আলফিকহুল ইসলামী ওয়া আদিল্লাতুহু ৩/৫৭২; আহকামুল কুরআন ৬/২৯১
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم