প্রশ্ন
রাসূল (সা). আল্লাহ তাআলাকে দাড়ি–গোঁফবিহীন যুবকের ন্যায় দেখেছেন –এ কথাটি ‘আসহাবে সিয়ার’ নামক বইয়ে রয়েছে। এই বাক্যের সঠিক ব্যাখ্যা কী?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
রাসূলুল্লাহ (সা.) আল্লাহ তাআলাকে দাড়ি-গোঁফবিহীন দেখেছেন -এ মর্মে কোনো সহিহ হাদিস নেই। বরং লোকমুখে প্রসিদ্ধ এ কথাটিকে হাদিস বিশারদগণ বানোয়াট এবং ভিত্তিহীন বলে আখ্যায়িত করেছেন।
তাই এ ধরনের কথা বলা থেকে বিরত থাকা উচিত।
কাশফুল খাফা ১/৩৮৫; আললাআলিল মাসনুআ ১/৩৩
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم