প্রশ্ন
আমি এ বছর তামাত্তু হজ্ব করার নিয়ত করেছি। জানতে চাই, আমার কি কুরবানী করতে হবে?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
হ্যাঁ, তামাত্তু হজ্বকারীর জন্য একটি কুরবানী করা ওয়াজিব।
আল্লাহ তাআলা কুরআন মাজিদে বলেন,
‘তারপর যখন তোমরা নিরাপদে থাক তখন যে ব্যক্তি উমরাকে হজ্বের সঙ্গে একত্র করে লাভবান হয় সে (যবেহ করবে) কুরবানী, যে পশু সহজলভ্য হয় …।’ [সূরা বাকারা, আয়াত: ১৯৬]
হাদিস শরিফে এসেছে,
ইবনে ওমর (রা.) বলেন, ‘রাসূলে কারিম (সা.) যখন মক্কায় এলেন তখন লোকদেরকে লক্ষ করে বললেন, তোমাদের মধ্যে যারা কুরবানীর পশু সঙ্গে এনেছ তারা যেন হজ্ব সম্পন্ন করার পূর্বে হালাল (ইহরামমুক্ত) না হয়। আর যারা কুরবানীর পশু সঙ্গে আনেনি তারা তাওয়াফ করবে এবং সাফা-মারওয়ার মাঝে সাঈ করে চুল ছেঁটে হালাল হয়ে যাবে। অতপর (নির্ধারিত সময়ে) হজ্বের ইহরাম গ্রহণ করবে এবং কুরবানী করবে …।’ [সহিহ মুসলিম ১/৪০৩]
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم