প্রশ্ন
আমার আম্মা অতিশয় বৃদ্ধা। খুবই দুর্বল। এবার তিনি হজ্বে যাচ্ছেন। ভিড় থেকে বাঁচার জন্য তিনি যদি মুযদালিফায় না যান তাহলে কোনো সমস্যা হবে?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
যারা খুবই দুর্বল কিংবা খুবই অসুস্থ তাদের জন্য মুযদালিফায় না গিয়ে আরাফা থেকে মিনায় চলে যাওয়ার সুযোগ রয়েছে। এ কারণে তাদের উপর কোনো দম বা জরিমানাও অপরিহার্য হবে না।
হাদিস শরিফে এসেছে,
আয়েশা সিদ্দীকা (রা.) বলেন, ‘মুযদালিফার রাতে সওদা (রা.) রাসূলুল্লাহ (সা.)-এর নিকট মিনায় চলে যাওয়ার অনুমতি চাইলেন। রাসূলুল্লাহ (সা.) তাকে অনুমতি দিলেন। কেননা সওদা ছিলেন তখন ভারী ও ধীর গতিসম্পন্ন।’ [সহিহ বুখারি ১/২২৮
অন্য হাদিসে এসেছে,
আবদুল্লাহ ইবনে আব্বাস (রা.) বলেন, ‘রাসূলুল্লাহ (সা.)মুযদালিফার রাতে তাঁর পরিবারের দুর্বল ব্যক্তিদের সঙ্গে যাদের পূর্বেই পাঠিয়ে দিয়েছিলেন আমি তাদের মধ্যে শামিল ছিলাম।’ [সহিহ বুখারি ১/২২৭]
মানাসিক ২১৯; ফাতাওয়া হিন্দিয়া ১/২৩১
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم