প্রশ্ন
তালবিয়া কী? তালবিয়া কি উচ্চস্বরে পড়বে না নিম্নস্বরে পড়বে?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلم
তালবিয়া হলো নিম্নরূপ:
“লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি’মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক।”
আবদুল্লাহ ইবনে ওমর (রা.) বলেন, রাসূলুল্লাহ (সা.) এর তালবিয়া এমনই ছিল। [সহিহ মুসলিম ১/১৭৫]
পুরুষ উচ্চস্বরে তালবিয়া পড়বে আর নারীরা নিম্নস্বরে পড়বে।
সাইব ইবনে ইয়াযিদ (রা.) থেকে বর্ণিত, ‘রাসূলুল্লাহ (সা.) বলেছেন, আমার নিকটে জিবরাইল (আ.) এলেন এবং বললেন, আমি যেন আমার সাহাবিদেরকে উচ্চস্বরে তালবিয়া পাঠের নির্দেশ দেই।’ [জামে তিরমিযি ১/১৭১]
আবদুল্লাহ ইবনে আব্বাস (রা.) বলেন, ‘মহিলাগণ উচ্চস্বরে তালবিয়া পাঠ করবে না।’ [মুসান্নাফে ইবনে আবি শায়বা, হাদিস: ১৪৮৮২]
মানাসিক পৃ. ১০০, গুনইয়াতুন নাসিক পৃ. ৭৪, আদ্দুররুল মুখতার পৃ. ৪৮৪
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم