প্রশ্ন
রমযানে ইতেকাফরত অবস্থায় কোনো মহিলার যদি মাসিক শুরু হয়ে যায় তাহলে কি তার ইতেকাফ কাযা করতে হবে?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
হ্যাঁ,রমযানে ইতিকাফ শুরু করার পর কোনো মহিলার যদি মাসিক শুরু হয়ে যায় তাহলে তার ইতিকাফ কাযা করতে হবে।
আর এ ক্ষেত্রে কাযা করার নিয়ম হলো,যে কোনো একদিন সূর্যাস্তের আগে ইতিকাফ শুরু করে পরের দিন রোযা থাকবে। সূর্যাস্তের মাধ্যমে তার ইতিকাফ শেষ হবে।
ফাতাওয়া হিন্দিয়া ১/২০৭; জামিউর রুমুয ১/৩৮৫; রদ্দুল মুহতার ২/৪৪৫; আলজাওহারা পৃ. ১৮৬; ফাতাওয়া রহীমিয়া ৭/২৮৬
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم