প্রশ্ন
কোরআন তেলাওয়াত, যিকির–আযকার চলাকালে আযান শুনলে করণীয় কী?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
উত্তম হলো,আযান চলাকালীন এ সকল কাজ বন্ধ করে আযানের উত্তর দেওয়া।
তবে কেউ যদি আযানের সময় এ কাজগুলো করতে থাকে তাহলে কোনো সমস্যা হবে না।
হাদিস শরিফে এসেছে, রাসূল (সা.)বলেন,
তোমরা যখন আযান শুনবে তখন মুআযযিন যা বলবে তোমরা তাই বলবে। [সহিহ বুখারি,হাদিস: ৬১১]
আলবাহরুর রায়েক ১/৪৫০; আদদুররুল মুখতার ১/৩৯৬
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم