প্রশ্ন
বর্তমানে বিভিন্ন মার্কেটে কেউ নির্দিষ্ট পরিমাণ জিনিস কিনলে তাকে একটি কুপন দেওয়া হয়। পরবর্তীতে লটারির মাধ্যমে বিজয়ীদের পুরস্কৃত করা হয়। প্রশ্ন হল, এ ধরনের কেনা-বেচা করা কি জায়েয হবে? লটারিতে বিজয়ী হলে পুরস্কার গ্রহণ করা কি জায়েয হবে?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
যদি পুরস্কারের কুপনের কারণে পণ্যের মূল্য না বাড়ানো হয় কিংবা এর মাধ্যমে ক্রেতাদেরকে ধোঁকা দেওয়ার ইচ্ছা না থাকে এবং ক্রেতা শুধু পুরস্কার পাওয়ার উদ্দেশ্যেই ক্রয় করে না থাকে তাহলে এ ধরনের মার্কেট থেকে কেনা-বেচা করা জায়েয হবে। সেইসাথে লটারিতে বিজয়ী হলে পুরস্কার গ্রহণ করাও জায়েয হবে। এটি মূলত মূল্যছাড়েরই একটি পদ্ধতি।
ফাতাওয়া মুআছিরাহ ২/৪২০; বুহুস ফী কাযায়া ফিকহিয়্যা মুআছিরাহ ২/২৩২
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم