প্রশ্ন
আমি গত রমযানে বিনা ওজরে রোযা ভেঙ্গে ফেলেছিলাম। আমি শারীরিকভাবে খুবই দুর্বল। একসাথে ষাট দিনের রোযা রাখা আমার পক্ষে সম্ভব নয়। এখন আমি কী করবো?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
রমযান মাসে রোযা রেখে ভেঙে ফেললে কাফফারা ওয়াজিব হয়। অর্থাৎ আপনাকে রোযাটির কাযা ব্যতীত অতিরিক্ত ৬০টি রোযা লাগাতার রাখতে হবে।
আর লাগাতার ৬০টি রোযা রাখতে না পারলে এর পরিবর্তে ষাটজন প্রাপ্তবয়স্ক মিসকিনকে দু বেলা তৃপ্তি সহকারে খাবার খাওয়াতে হবে কিংবা ষাটজনের প্রত্যেককে এক ফিতরা পরিমাণ খাদ্য বা তার মূল্য দিতে হবে।
এই ষাট রোযার পরিবর্তে একজনকে খাদ্য দিতে চাইলে এক ফিতরা করে ষাট দিনে দিতে হবে।
মনে রাখতে হবে,এক দিনে এক ব্যক্তিকে ষাট ফিতরা পরিমাণ একত্রে দিলে তার দ্বারা ষাট রোযার ফিদইয়া আদায় হবে না।
সহীহ বুখারী ১/২৬০; উমদাতুল কারী ১১/৩১; তাবয়ীনুল হাকায়েক ৩/১২; রফাতাওয়া হিন্দিয়া ১/৫১৩; রদ্দুল মুহতার ৩/৪৭৯
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم