প্রশ্ন
বর্তমানে প্রায় জায়গায়ই গোসল খানা ও টয়লেট একই সাথে থাকে। টয়লেটের জন্য একটি পানির ট্যাপ এবং গোসল ও অন্যান্য কাজের জন্য আলাদা পানির ট্যাপ থাকে। আর সেই জায়গাগুলো সাধারণত পরিষ্কার-পরিচ্ছন্ন থাকে। এ অবস্থায় এরূপ গোসলখানায় অযু-গোসলের দোয়া কীভাবে পড়বে?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
যদি গোসলখানা বড় হয় এবং টয়লেটের কমোড অযুর কল থেকে কিছুটা দূরত্বে থাকে তাহলে সেখানে অযু-গোসলের সময় দোয়া পড়া যাবে। আর যদি একই জায়গায় হয় তবে মুখে উচ্চারণ না করে মনে মনে দোয়া পড়ে নিবে।
রদ্দুল মুহতার ১/৩৪৪; মাআরিফুস সুনান ১/৭৭
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم