প্রশ্ন
আমার ২ টি নাবালক একটি সাবালক সন্তান রয়েছে। এছাড়াও বাসায় আমার স্ত্রী ও একজন বেতনভুক্ত কাজের মেয়ে রয়েছে। এ অবস্থায় আমাকে কয়জনের ফেতরা আদায় করতে হবে?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
অধিনস্থ সকলের পক্ষ থেকে ফেতরা আদায় করা ওয়াজিব।
প্রশ্নোক্ত ক্ষেত্রে ২ নাবালক সন্তান এবং স্ত্রী আপনার অধীনস্থ। তাদের পক্ষ থেকে আপনাকে ফেতরা আদায় করতে হবে। হাদিস শরিফে আছে
أدوا عن كل حر وعبد صغير أو كبير نصف صاع من بر أو صاعا من تمر أو صاعا من شعير
অর্থ: ‘তোমরা প্রত্যেক স্বাধীন ব্যক্তি এবং গোলামের (ছোট কিংবা বড়) পক্ষ থেকে আধা সা’ গম অথবা এক সা’ খেজুর কিংবা এক সা’ যব আদায় কর।’
[সুনানে দারাকুতনি, হাদিস: ২১৩৬]
সাবালক সন্তান যদি উপার্জন সক্ষম হয়, তাহলে সন্তানের নিজের উপর ফিতরা আদায় করা ওয়াজিব। তবে আপনি আদায় করে দিলে তার পক্ষ থেকে তা আদায় হয়ে যাবে।
বেতনভুক্ত কাজের মেয়ের উপর নিজের পক্ষ থেকে ফেতরা আদায় করা ওয়াজিব। এক্ষেত্রেও আপনি আদায় করে দিলে তার পক্ষ থেকে আদায় হয়ে যাবে।
নাইলুল মাআবির বি শারহি দালিলিত তালিব’ (১/২৩৭)
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم