প্রশ্ন
অযু করা ব্যতীত কি পবিত্র কুরআন স্পর্শ করা যাবে? দলিল সহকারে বিস্তারিত জনতে চাই।
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
বিভিন্ন সহীহ হাদিসের আলোকে উম্মাতের প্রায় সকল ইমাম ও ফকীহ একমত যে, ওযু বা গোসলবিহীন অবস্থায় কুরআন কারিম সরাসরি স্পর্শ করা জায়েজ নয়।
হাদিস শরিফে এসেছে,
ইবনু উমার (রা.) বলেন, রাসূলুলাহ (সা.) বলেছেন
لا يَمَسَّ الْقُرْآنَ إِلاَّ طَاهِرٌ
পবিত্র ব্যক্তি ছাড়া কেউ কুরআন স্পর্শ করবে না। হাদিসটি সহিহ।
উল্লেখ্য যে, ফকীহগণ শিশু-কিশোর ছাত্র-ছাত্রীর জন্য অজু ছাড়া কুরআন স্পর্শ বৈধ বলেছেন। কারণ শিক্ষার জন্য বারবার কুরআন স্পর্শ করা তাদের জন্য প্রয়োজন। একইসাথে তারা নাবালেগ হওয়ার কারণে তাদের জন্য শরীয়তের বিধান প্রযোজ্য নয়।
[আল-ফিকহুল ইসলামী ওয়া আদিলাতুহু ১/৩৯৫; আল-মাউসূআতুল ফিকহিয়্যাতুল কুআইতিয়্যাহ ১৬/৫৩]
তবে ফরজ গোসল না করে কোনোক্রমেই কুরআন মাজিদ বা মুসহাফ সম্পর্শ করা যাবে না। এ ব্যাপারে সকল উম্মাহ একমত।
এছাড়া কুরআনের তাফসীর, হাদীসগ্রন্থ ও কুরআন সম্বলিত অন্যান্য সকল গ্রন্থ অজু ও গোসলবিহীন অবস্থায় স্পর্শ করা বৈধ বলে সকল ফুকাহা একমত।
হাইসামী, মাজমাউয যাওয়ায়িদ ১/৬১৬; আলবানী, সহীহুল জামি ২/১২৮৪, নং ৭৭৮০, আল-মাউসূআতুল ফিকহিয়্যাতুল কুওয়াইতিয়্যা ১৬/২৪০; ২৩/২১৬; ৩৫/৩৩৩; ৩৮/৬।
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم