প্রশ্ন
নফল নামাজের প্রথম বৈঠকে তাশাহহুদের পর কি দুরুদ শরিফ পড়তে হয়? অন্যান্য নামাযের তুলনায় নফল নামাজের মধ্যে আর কী কী পার্থক্য আছে?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
হ্যাঁ, নফল ও সুন্নতে গায়রে মুআক্কাদা নামাজের প্রথম বৈঠকে তাশাহহুদের পর দরুদ শরিফ পরা মুস্তাহাব। দরুদ শরিফের পর দোয়া মাসুরা পড়াও মুস্তাহাব।
আরো একটি পার্থক্য রয়েছে, সেটি হলো নফল ও সুন্নতে গায়রে মুআক্কাদা নামাজের তৃতীয় রাকাতের শুরুতে সানা ও আউযুবিল্লাহ পড়া মুস্তাহাব।
উল্লেখ্য যে, যোহর ও জুমার চার রাকাত সুন্নতে মুআক্কাদা নামাযের প্রথম বৈঠকে শুধু তাশাহহুদ পড়বে; দরুদ শরিফ পড়বে না। অনুরূপভাবে তৃতীয় রাকাতের শুরুতে সানা ও আউযুবিল্লাহও পড়বে না। কেননা এ নামজগুলো নফল নয়, বরং সুন্নতে মুয়াক্কাদা। আর সুন্নতে মুয়াক্কাদার নিয়ম ফরয নামাজের নিয়মের মতই।
ফাতহুল কাদীর ১/৩৯৬; ফাতাওয়া তাতারখানিয়া ২/১৩২; শরহুল মুনয়াহ পৃ. ৩৯৪; আলবাহরুর রায়েক ২/৫৬; মারাকিল ফালাহ পৃ. ২১৪; আদ্দুররুল মুখতার ২/১৬; ইমদাদুল আহকাম ১/৬১১
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم