প্রশ্ন
ইহরাম অবস্থায় পুরুষরা গরম থেকে বাঁচার জন্য কি মাথা ঢেকে রাখতে পারবে বা টুপি পরতে পারবে?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
না, ইহরাম অবস্থায় পুরুষরা মাথা ঢেকে রাখতে কিংবা টুপি পরতে পারবে না। কেননা ইহরাম অবস্থায় পুরুষদের জন্য মাথা এবং চেহারা খোলা রাখা আবশ্যক।
হাদিস শরিফে এসেছে,
হযরত আবদুল্লাহ ইবনে উমর (রা.) বলেন, ‘মুখমণ্ডল ও তার উপরের অংশ মাথার অন্তর্ভুক্ত। অতএব ইহরাম গ্রহণকারী থুতনী থেকে উপরের কোনো অংশ আবৃত করবে না।’ [মুসান্নাফে ইবনে আবি শায়বা, হাদিস: ১৪৪৫২]
উল্লেখ্য যে, নারীদের অবশ্যই মাথার চুল ঢেকে রাখতে হবে। নারীদের জন্য শুধু চেহারা খোলা রাখার অনুমতি আছে।
তবে মহিলাদের চেহারা খোলা রাখার ব্যাপারে বাধ্য করা যাবে না।
সুনানে আবু দাউদ ১/২৫৪; হিন্দিয়া ১/২৩৮; মানাসিক ১১৫
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم