প্রশ্ন
কেউ যদি উকুফে আরাফার পূর্বে স্ত্রীর সঙ্গে মিলিত হয়, তার করণীয় কী?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
উকুফে আরাফা বা আরাফায় অবস্থানের পূর্বে কেউ যদি স্ত্রীর সঙ্গে মিলিত হয় তাহলে তার হজ্ব নষ্ট হয়ে যাবে। পরবর্তী বছরে এ হজ্ব কাযা করা জরুরি। একই সাথে স্বামী-স্ত্রী উভয়ের উপর বাদানা (পূর্ণ একটি গরু কিংবা উট) ওয়াজিব হবে।
হাদিস শরিফে এসেছে,
‘এক ব্যক্তি হযরত আবদুল্লাহ ইবনে আব্বাস (রা.) এর নিকট এসে বলল, আমি ইহরাম অবস্থায় স্ত্রীর সাথে মিলিত হয়েছি। এখন আমার কী করণীয়? তিনি বললেন, তোমরা উভয়ে হজ্বের অবশিষ্ট আমলগুলো সম্পন্ন করবে। অতপর আগামী বছর এ হজ্ব কাযা করবে।’ [মুসান্নাফ ইবনে আবি শায়বা হাদিস : ১৩২৪৫]
হযরত আলী (রা.) বলেন,
‘স্বামী-স্ত্রী প্রত্যেকের উপর একটি করে ‘বাদানা’ তথা গরু বা উট জবাই করা ওয়াজিব।’ [মুসান্নাফে ইবনে আবি শায়বা হাদিস : ১৩২৫৯]
‘এক ব্যক্তি আবদুল্লাহ ইবনে উমর (রা.)কে জিজ্ঞাসা করলেন যে,
আমি ও আমার স্ত্রী মুহরিম ছিলাম। এ অবস্থায় আমি স্ত্রীর সঙ্গে মিলিত হয়েছি (এখন আমাদের করণীয় কী?) ইবনে উমর (রা.) বললেন, তুমি হজ্ব নষ্ট করে ফেলেছ। তুমি ও তোমার স্ত্রী অন্যান্যদের সঙ্গে থাকবে এবং তাদের মতো হজ্বের (অবশিষ্ট) কাজ করতে থাকবে এবং তারা যখন ইহরাম থেকে মুক্ত হয় তখন তোমরাও মুক্ত হবে। অতপর আগামী বছর তুমি ও তোমার স্ত্রী হজ্ব করবে এবং ‘হাদি’ (জবাই করার পশু) নিয়ে আসবে। যদি তোমাদের হাদির সামর্থ্য না থাকে তাহলে হজ্বের মধ্যে তিনটি রোযা রাখবে এবং প্রত্যাবর্তনের পর সাতটি।’ [সুনানে কুবরা বায়হাকী ৫/১৬৭]
আদ্দুররুল মুখতার ২/৫৫৮-৫৫৯, ফাতাওয়া হিন্দিয়া ১/২৪৪, মানাসিক ১১৭
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم