প্রশ্ন
আমার ছেলের আকিকা দেয়া হয় নি। কুরবানির দিন কুরবানির পশুর সাথে উক্ত আকিকাটি দিতে চাচ্ছি। এটি কি সঠিক হবে?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
হ্যাঁ, আপনি কুরবানির পশুর সাথে আপনার ছেলের আকিকাটি দিতে পারবেন। কুরবানী ও আকিকা উভয়টিই আল্লাহর জন্য করা হয়। হাদিসের মাঝে কুরবানী এবং আকিকা উভয়ের জন্যই “নুসুক” শব্দ ব্যবহৃত হয়েছে।
হাদিস শরিফে এসছে,
সাহাবায়ে কেরাম (রা.) রাসূল (সা.)-কে জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রাসূল! আমাদের মাঝে কারো সন্তান হলে তার পক্ষ থেকে কোনো কিছু নুছুক তথা জবাই করবো কি? তিনি জবাব দিলেন, তোমাদের মাঝে যে ব্যক্তি তার সন্তানের পক্ষ থেকে নুসুক তথা জবাই করতে চায়, সে যেন তা করে। ছেলের পক্ষ থেকে দু’টি মোটাতাজা বকরী, আর মেয়ের পক্ষ থেকে একটি বকরী।
[মুসনাদে আহমদ ৬৭১৩, সুনানুন নাসায়ী ১৬৩, মুসান্নাফে ইবনে আবী শাইবা, হাদিস : ২৪৭২৭, মুসতাদরাকে হাকিম, হাদিস: ৭৬৬৬]
তবে কুরবানি ও আকিকা আলাদাভাবেই করা উচিৎ। এক্ষত্রে লক্ষণীয় যে, আকিকা করার সুনির্দিষ্ট দিন রয়েছে। তা হল, সন্তান জন্মের সপ্তম দিন।
হাদিস শরিফে এসেছে,
রাসূলুল্লাহ (সা.) তাঁর দৌহিত্রদ্বয় হাসান ও হুসাইন (রা.) এর আকিকা সপ্তম দিনে করেছেন। [সুনানে আবু দাউদ, হাদিস : ২৮৩৪]
তাই, শুধুমাত্র কারো সন্তান যদি কুরবানির ঠিক সাত দিন আগে জন্মগ্রহণ করে, সে কুরবানির দিন কুরবানির পশুর সাথে উক্ত আকিকা করতে পারে। কিন্তু অন্যদের জন্য অনর্থক কুরবানির দিন পর্যন্ত আকিকা বিলম্ব করা ঠিক হবে না।
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم